মেমোরি কার্ডের ডিলিট করা ডাটা কোথায় যায়?
Published: 2021-05-30 15:30:00
একটি Memory card empty অবস্থায় থাকলে তার যে ওজন থাকে সে টি সম্পূর্ণভাবে পূণ থাকলে কি তার ওজন বাড়ে? নরমালি এই রকম একটি প্রশ্ন হতে পারে? মেমোরি কার্ড থেকে কোনো ফাইল বা ডাটা মুছে ফেললে সেগুলো কোথায় যায়? মেমোরি বা পেনড্রাইভ পূর্ণ অবস্থায় যে ওজনের হয় খালিতেও সেই ওজনই থাকে। কোনো কমও না বেশিও না। মেমোরি কার্ড থেকে কোনো ফাইল মুছে ফেললে সেটা আর কোথাও যায় না মেমোরিতেই থাকে। একটি মেমোরি কার্ডে মূলত কতগুলো কোডের এক বিশাল সন্নিবেশ থাকে। বেশির ভাগ কার্ডেই থাকে শূণ্য এবং এক। বাইনারি সিস্টেম। যখন কোন খালি মেমোরিতে ভিডিও, অডিও বা কোন ডকুমেন্ট বা কোন ফাইল প্রবেশ করা হয় তখন শুদুমাত্র বিশাল সন্নিবেশের সংখ্যা গুলোর ক্রমধারা পরিবর্তিত হয়। কোডগুলো যেভাবে সাজানো ছিল তার পরিবর্তন হয় শুধুমাত্র নুতন কোন কোড ভেতরে আসে না কিংবা কোন কোড বাইরে যায় না।